ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৪ - ১০:২১ অপরাহ্ন

৫ হাজারেরও বেশি ইউক্রেনীয় শিশুকে নিয়ে যাওয়া হয়েছে রাশিয়ায়

  • আপডেট: Sunday, July 17, 2022 - 7:45 pm

 

অনলাইন ডেস্ক: ইউক্রেনের বিভিন্ন আঞ্চল থেকে প্রায় ৩০ হাজার মানুষকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে শনিবার। এরমধ্যে ৫ হাজারের বেশি শিশু রয়েছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

এ বিষয়ে এক বিবৃতিতে রুশ জেনারেল মিখাইল মিজিনসেভ বলেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষের অংশগ্রহণ ছাড়াই গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের বিপদজনক এলাকা ও দনবাস অঞ্চল থেকে ৫ হাজার ১৪৮ শিশুসহ ২৮ হাজার ৪২৪ মানুষকে রাশিয়া সরিয়ে নেয়া হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৪ লাখ শিশুসহ ২৬ লাখ ১২ হাজার ৭৪৭ জন ইউক্রেনীয়কে রাশিয়ায় সরিয়ে নেয়া হয়েছে বলেও জানিয়েছেন এই রুশ জেনারেল।

এদিকে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের অভিযোগ জোর করে এইসব ইউক্রেনীয়দের রাশিয়ায় নিয়ে গেছে রুশ কর্তৃপক্ষ। তাদের দাবি রাশিয়ায় নিয়ে যাওয়া শিশুদের বেআইনি ভাবে দত্তক দেয়া হচ্ছে। এ অভিযোগে ভিত্তিতে রুশ প্রেসিডেন্টের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া রভোভা- বেলোভা ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।