ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৭:০৪ পূর্বাহ্ন

নগরীতে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট: Sunday, July 17, 2022 - 11:18 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

 রোববার দুপুরে নগরীর রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার যুবকের নাম আল-রিয়াদ (৩০)। তিনি নগরীর সাধুরমোড় এলাকার নাজিরুল ইসলামের ছেলে।

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার নাজমুস সাকিব জানান, রোববার দুপুরে নগরীর রামচন্দ্রপুর এলাকায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, একটি লোহার হাতুড়ি, একটি মোবাইল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান তিনি। অবৈধ এই অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।