ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১০:৪২ পূর্বাহ্ন

নিয়ামতপুরে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবলের পুরস্কার বিতরণ

  • আপডেট: Sunday, July 17, 2022 - 10:59 pm

 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে বঙ্গবন্ধু ফুটবল খেলায় চাপড়া প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে গুড়িহাড়ি প্রাথমিক বিদ্যালয়কে ও বঙ্গমাতায় কানইল প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারের মাধ্যমে বনগাঁপাড়া প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। সমৃদ্ধির পথে দ্রত এগিয়ে চলা একটি দেশের নাম। তিনি রোববার দুপুরে নিয়ামতপুরর বহুমুখি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।