ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৪ - ৮:৪৮ পূর্বাহ্ন

ঈদের ১২ দিনে সড়কে ঝরেছে ৩২০ প্রাণ

  • আপডেট: Sunday, July 17, 2022 - 8:05 pm

 

অনলাইন ডেস্ক: চলতি মাসের ৫ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত মাত্র ১২ দিনে সড়কে ঝরেছে ৩২০ তাজা প্রাণ। এদিকে শনিবার (১৬ জুলাই) একদিনেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৬ জন।

দুর্ঘটনার বিষয়ে ‘নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বলেন, ঈদের আগে সড়কে আইনশৃঙ্খলা বাহিনী যে পরিমাণ তৎপর থাকে ঈদের পরে তেমনটি থাকে না। যে কারণে দুর্ঘটনা বৃদ্ধি পায় ঈদের পরে।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি ঈদযাত্রা তো বটেই সাম্প্রতিক সময়ে সড়কে এতো প্রাণহানি আর দেখা যায়নি।

দেশে বেশ কয়েকটি সড়ক মহাসড়ক চার লেন ও ছয় লেনে উন্নীত হয়েছে। এতে সড়কে গতি যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি বেড়ে গেছে দুর্ঘটনার সংখ্যাও। এর দায় চালক, যাত্রী এবং পথচারী সব পক্ষেরই। যদিও তারা দুষছেন একে অপরকে।

সড়কে যেমন ইঞ্জিনিয়ারিং সলিউশন প্রয়োজন তেমনি ব্যবহারকারীদের আচরণগত পরিবর্তনও জরুরি। পাশাপাশি বাড়াতে হবে, কঠোর নজরদারি।

যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজ বলেন, রাস্তার তৈরির পর সে গতিটা মনিটরিং করার জন্য যে ধরনের ইঞ্জিনিয়ারিং সলিউশন দরকার সেটা দেয়া হয় না। ফলে এতো দুর্ঘটনা ঘটে।