ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৭:০১ অপরাহ্ন

ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন জেলা পরিষদ প্রশাসক

  • আপডেট: Sunday, July 17, 2022 - 9:42 pm

স্টাফ রিপোর্টার: কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলী সরকার। ঈদের ছুটি শেষে গতকাল রোববার সকালে জেলা পরিষদ কার্যালয়ে আসেন মোহাম্মদ আলী সরকার। এসময় কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। তিনি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান, সহকারী প্রকৌশলী মাসুদ-ই-মোহাম্মদ ও প্রধান হিসাবরক্ষক আব্দুল মান্নানসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, রাজশাহী জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার ঈদ উদযাপন করেছেন নিজ গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরে। জেলা পরিষদ প্রশাসকের জন্মস্থান রহনপুর হওয়ায় প্রতিবারের মত সেখানেই স্বপরিবারে ঈদ করে থাকেন তিনি। রহনপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে এলাকাবাসীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার।