ঢাকা | মে ১৫, ২০২৫ - ৫:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

স্পেনে তাপদাহে ৮৪ মৃত্যু

  • আপডেট: Saturday, July 16, 2022 - 7:57 pm

 

অনলাইন ডেস্ক: স্পেনে প্রচণ্ড তাপদাহে ৮৪ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আইএএনএস। প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের ১০, ১১ ও ১২ তারিখ এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় দেশটির বড় অংশজুড়ে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি। আর দেশটির দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছিল।

কার্লোস ৩ স্বাস্থ্য ইনস্টিটিউট বরাতে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এদিকে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, তাপদাহ আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরে এটি স্পেনে দ্বিতীয় তাপদাহ। প্রথমবার ১১ থেকে ২০ জুন দাপদাহে দেশব্যাপী ৮২৯ জনের মৃত্যু হয়েছে, তখন তাপমাত্রা ছিল ৪৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দেশটির কর্তৃপক্ষ মানুষকে বেশি করে পানি পান করতে, অতিরিক্ত ব্যায়াম থেকে বিরত থাকতে এবং যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS