ঢাকা | মে ১১, ২০২৫ - ২:০১ পূর্বাহ্ন

নিজের ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

  • আপডেট: Saturday, July 16, 2022 - 11:38 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে গভীর রাতে নিজের ঘরে বৃদ্ধাকে গলাকেটে হত্যা করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে মহানগরীর উপকণ্ঠ বামনশিখর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম গেরেজান বিবি (৭০)। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পুলিশ কাউকে আটকও করেনি। পুলিশ জানিয়েছে, গেরেজান বিবি তার নাতির এক ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। ওই কিশোরের বয়স ১০ বছর। গেরেজানের দুই ছেলে ও দুই মেয়ে আছেন। মেয়েরা শ্বশুরবাড়িতে থাকেন। আর দুই ছেলে পাশেই আলাদা বাড়ি করে বসবাস করেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন জানান, গেরেজানের গলাকাটা লাশ ঘরের দরজার কাছে পড়ে ছিল। ঘটনা জানাজানি হলে রাত সোয়া ৪টার দিকে তারা খবর পান। এরপর পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। শনিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ওসি জানান, কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS