ঢাকা | নভেম্বর ২০, ২০২৪ - ৭:১৪ পূর্বাহ্ন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট: Saturday, July 16, 2022 - 11:45 pm

স্টাফ রিপোর্টার: সরকারি দলের বিগত নির্বাচনের প্রতিশ্রুতি, সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবীতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের উদ্যোগে গতকাল শনিবার নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সমাবেশ এবং সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি ড. সুজিত সরকার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ। সমাবেশে শ্যামল কুমার ঘোষ সরকারি দলের বিগত নির্বাচনের প্রতিশ্রুতি, সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু মন্ত্রণালয়, দেবোত্তর বোর্ড, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবী দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। সেই সাথে গতকাল নড়াইলের লোহাগড়া উপজেলায় হিন্দু পল্লীতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবী জানান।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ, নগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. শরৎ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মৃদুল কুমার সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ রাজকুমার সরকার, গৌতম দাস, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ঘোষ, বিপন্ন সরকার, চন্দ্রিমা থানার সভাপতি কমল সরকার, মতিহার থানার সভাপতি অসিত সরকার, বোয়ালিয়া থানার সাধারণ সম্পাদক সুমন ঘোষ, মহানগর ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক রুদ্র ধর, মহানগর মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক বরুনা শীল, যুগ্ম আহ্বায়ক দীপিকা রায় দিনা, মহানগর সনাতন বিদ্যার্থী সংসদের সমন্বয়ক রনি সরকার।