ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১১:৩১ পূর্বাহ্ন

নিষ্প্রাণ খেলায় গোলশুন্য ড্র

  • আপডেট: Friday, July 15, 2022 - 10:27 pm

 

স্পোর্টস ডেস্ক: গত ১২ মার্চ রহমতগঞ্জের হোম ভেন্যুতে ২-১ গোলে পরাজিত করলেও নিজ ভেন্যুতে গোলশুন্য ড্র নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ পুলিশ ক্লাব। এর ফলে ১৯ খেলা শেষে পুলিশ ক্লাব ২৯ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ৬ষ্ঠ ও রহমতগঞ্জ সমপরিমান খেলা শেষে ১৫ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে অবস্থান করছে।

শুক্রবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ ক্লাব ও রহমতগঞ্জের খেলাটি দেখে মনে হলো উভয় দল ড্র‘র জন্য মাঠে নেমেছে। পুরো ৯০মিনিটের খেলায় দেখা গেছে অগোছালো ফুটবল ও ভুল পাসের ছড়াছড়ি।

যদিও প্রথমার্ধে ৪১ মিনিটে পুলিশ ক্লাবের আক্রমণ ভাগের আফগান খেলোয়াড় শারিফীর একটি জোরালো শর্ট ক্রসবারে লেগে ফিরে আসে। এছাড়াও খেলার ৮৩ মিনিটে পুলিশের বাবলু রহমতগঞ্জের গোলরক্ষক জিয়াকে একা পেয়ে সরাসরি তার হাতে বল মারে।

দ্বিতীয়ার্ধে রহমতগঞ্জ কিছুটা গুছিয়ে খেললেও তারা গোলের তেমন কোন সুযোগ তৈরী করতে ব্যর্থ হলে খেলাটি অমিমাংসিত থেকে যায়।