ঢাকা | মে ৭, ২০২৫ - ৪:১৩ অপরাহ্ন

শুরু হয়েছে সাত কলেজে ভর্তির আবেদন, ফি ৬০০ টাকা

  • আপডেট: Friday, July 15, 2022 - 7:06 pm

 

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে শুক্রবার (১৫ জুলাই), যা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজগুলোর জন্য ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ-এই তিন ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। এ বছর আবেদন ফি ধরা হয়েছে ৬০০ টাকা।

আবেদন ফি মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডসহ সোনালী, অগ্রণী, জনতা ও রুপালী ব্যাংকের মাধ্যমে প্রদান করা যাবে।

পাঁচটি ধাপে শিক্ষার্থীরা অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবেন। ধাপগুলো নিচে তুলে ধরা হলো-

প্রথম ধাপ

এ ধাপে প্রয়োজনীয় তথ্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ড ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিয়ে লগইন করতে হবে।

দ্বিতীয় ধাপ

এখানে বিস্তারিত প্রয়োজনীয় তথ্য অর্থাৎ প্রশ্ন ও উত্তরপত্রের ভাষা (যে ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক), বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল (ঐচ্ছিক), পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক) ও কোটা দিতে হবে।

তৃতীয় ধাপ

এবার ছবি দিতে হবে। এক্ষেত্রে ৩৬০-৫৪০ পিক্সেল দৈর্ঘ্য, ৫৪০-৭২০ পিক্সেল প্রস্থ, ৩০-২০০ কেবি সাইজ ও jpg or jpeg টাইপ নির্ধারণ করে দেয়া হয়েছে।

চতুর্থ ধাপ

এ ধাপে পাসওয়ার্ড দিতে হবে। এসএমএসের জন্য টেলিটক, বাংলালিংক, রবি ও এয়ারটেল মোবাইল অপারেটর নির্ধারণ করে দেয়া হয়েছে। তবে অবশ্যই আবেদনকারীর ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করতেও নির্দেশনা দেয়া হয়েছে।

পঞ্চম ধাপ

সবশেষে পঞ্চম ধাপ, এবার ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

ইউনিটভিত্তিক আবেদনের যোগ্যতা

১. বিজ্ঞান ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.০০ হতে হবে।

২. বাণিজ্য ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয় সহ জিপিএ ৬.৫০ হতে হবে।

৩. কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৬.০০ হতে হবে।

পরীক্ষার তারিখ

১. বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ আগস্ট।

২. কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ আগস্ট।

৩. বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ আগস্ট।

প্রসঙ্গত, প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও শিক্ষার মান উন্নয়নে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS