নিয়ামতপুরে সাপের কামড়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে বিষধর সাপের কামড়ে জাকারিয়া (৬৫) নামের এক বাক-প্রতিবন্ধির মৃত্যু ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা (রাজবংশী পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া দামপুরা গ্রামের বাসিন্দা মৃত আইনাল হকের ছেলে।
নিহতের ভাতিজা দোলা জানায়, সকালে তার চাচা প্রতিদিনের ন্যায় গোয়াল ঘর থেকে গরু বের করে উঠানে আনে। এরপর গরুকে খাওয়ানোর জন্য দরজার পাশে রাখা একটি ঘাসের বস্তা টানতে গেলে বস্তার নিচে থাকা গোখরা সাপ তার ডান পায়ের আঙুলে ছোঁবল দেয়।
সাপের ছোঁবল খেয়ে সে সংগে সংগে বাড়ীর ভিতরে এসে পরিবারের সদস্যদের আকারে-ইঙ্গিতে দংশনের কথা বলে ও ক্ষত চিহ্নটি দেখায়। প্রাথমিক চিকিৎসা দেয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
স্থানীয় পল্লী চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করলেও সে এখনও জীবিত আছে মনে করে তাকে পাশর্^বর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবারো তাকে মৃত্য ঘোষণা করেন।