সোনালী সংবাদ

নওগাঁয় শেষ হলো ঐতিহ্যবাহী গাদল খেলা প্রতিযোগিতা

 

নওগাঁ প্রতিনিধি: গ্রামবাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাগুলোকে নতুন প্রজন্মের কাছে নতুন করে তুলে ধরতে নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ বিভিন্ন সময় প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

তারই ধারাবাহিকতায় শহিদ অধ্যাপক এস এম ফজলুল হক স্মৃতি “গাদল খেলা প্রতিযোগিত-২০২২” এর আয়োজন করে একুশে পরিষদ। বৃহস্পতিবার বিকেলে এই প্রতিযোগিতার চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

একুশে পরিষদ নওগাঁর হাপানিয়া আঞ্চলিক কমিটি লখাইজানি মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে। চূড়ান্ত গাদল খেলায় ঘাটখৈর আইএফএম যুব সংঘ (মান্দা) ৩-২ গাদলে লালমন বাজার যুব উন্নয়ন সমিতিকে (বলিহার) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একুশে পরিষদ হাপানিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আবু মুসা আল হোসাইন তারিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আজিজুর রহমান স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন।

কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত হয়ে হারানো দিনের গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী গাদল খেলা উপভোগ করেন।

 

 

Exit mobile version