ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৭:৫৪ অপরাহ্ন

খেলাঘরের ৭০ বছর পুর্তিতে আলোচনা সভা

  • আপডেট: Friday, July 15, 2022 - 10:46 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী খেলাঘরের ৭০ বছর পুর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার আলুপট্টিতে পদ্মা নদীর ধারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, উদীচীর সাধারণ সম্পাদক ব্রজেন্দ্রনাথ প্রামাণিক।

সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন খেলাঘরের সহ সভাপতি রকিবুল হাসান রবিন। সংগীত পরিবেশন করেন জিম্মা, মেহেদী, শাওন, তিন্নি, অন্তরা, অর্পণা, মিতু, রাহী, রিফা ও আয়শা।