ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৫ - ২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

সিরাজগঞ্জে বিকল পিকআপে বাসের ধাক্কা, নিহত ২

  • আপডেট: Friday, July 15, 2022 - 7:21 pm

 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাসচাপায় পিকআপের চালক ও সহকারী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) ভোরে সিরাজগঞ্জের বড়বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পিকআপ চালক নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার দত্তকানাই গ্রামের কিরণ মৃধা (৩০) ও তার সহকারী সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনীর জাহাঙ্গীর আলম (৪৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক মো. লুৎফর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, পিকআপ চালক কিরণ মৃধা নাটোর জেলার গুরুদাসপুর থেকে মাছ বিক্রির জন্য ভোররাতে তাড়াশের মহিষলুটি মাছের আড়তে আসছিলেন। আর আড়তে আসার পথে তার পিকআপটি মহিষলুটি মাছের আড়তের অদূরে এসে বিকল হয়ে পড়ে। তখন পিকআপ চালক কিরণ গাড়ি মেরামতের জন্য তার সহকারী জাহাঙ্গীর আলমকে ডেকে নেন। পরে দুজনে মিলে মহাসড়কের পাশে গাড়ি মেরামত কাজ করতে থাকেন। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

পরে, খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ সময় পরিবারের কোনো অভিযোগ না থাকায় সকালে পিকআপ চালক ও তার সহকারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দুর্ঘটনাকবলিত ট্রাকটি থানায় আনা হয়েছে, তবে ঘাতক ট্রাকের চালক পালিয়েছেন বলে জানান পরিদর্শক লুৎফর রহমান।