ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৯:২৫ পূর্বাহ্ন

নওগাঁয় শেষ হলো ঐতিহ্যবাহী গাদল খেলা প্রতিযোগিতা

  • আপডেট: Friday, July 15, 2022 - 10:10 pm

 

নওগাঁ প্রতিনিধি: গ্রামবাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাগুলোকে নতুন প্রজন্মের কাছে নতুন করে তুলে ধরতে নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ বিভিন্ন সময় প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

তারই ধারাবাহিকতায় শহিদ অধ্যাপক এস এম ফজলুল হক স্মৃতি “গাদল খেলা প্রতিযোগিত-২০২২” এর আয়োজন করে একুশে পরিষদ। বৃহস্পতিবার বিকেলে এই প্রতিযোগিতার চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

একুশে পরিষদ নওগাঁর হাপানিয়া আঞ্চলিক কমিটি লখাইজানি মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে। চূড়ান্ত গাদল খেলায় ঘাটখৈর আইএফএম যুব সংঘ (মান্দা) ৩-২ গাদলে লালমন বাজার যুব উন্নয়ন সমিতিকে (বলিহার) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একুশে পরিষদ হাপানিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আবু মুসা আল হোসাইন তারিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আজিজুর রহমান স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন।

কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত হয়ে হারানো দিনের গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী গাদল খেলা উপভোগ করেন।