ঢাকা | অক্টোবর ৬, ২০২৪ - ৩:২৫ অপরাহ্ন

তানোরে উপজেলা আ’লীগের স্বপন সভাপতি প্রদীপ সম্পাদক

  • আপডেট: Friday, July 15, 2022 - 10:21 pm

তানোর প্রতিনিধি: তানোরে ৯ বছর পর উপজেলা আ’ লীগের সম্মেলনে মাইনুল ইসলাম স্বপন সভাপতি আবুল কালাম আজাদ প্রদীপ সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার তানোর গোল্লাপাড়া ফুটবল মাঠে তানোর উপজেলা আ’লীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী সিটি মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন।

তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার।

প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’ লীগ সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া বেগম।