ঢাকা | মে ১৭, ২০২৫ - ৩:৪২ অপরাহ্ন

শিরোনাম

গ্রামীণ-বাংলালিংক-রবিকে পৌনে ৩ কোটি টাকা জরিমানা

  • আপডেট: Thursday, July 14, 2022 - 8:35 pm

 

অনলাইন ডেস্ক: রবি আজিয়াটা লিমিটেড, গ্রামীণফোন ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের কাছ থেকে প্রশাসনিক জরিমানা বাবদ ২ কোটি ৭৮ লাখ ২৫ হাজার টাকা আদায় করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার বিটিআরসি জানায়, অবৈধ ভিওআইপি কার্যক্রমে সিম ব্যবহৃত হওয়ায় প্রশাসনিক জরিমানা বাবদ তিন মোবাইল অপারেটরকে জরিমানা করা হয়।

রবি’র কাছ থেকে ২ কোটি ১০ লাখ টাকা, গ্রামীণফোনের কাছ থেকে ৫২ লাখ ৫০ হাজার টাকা এবং বাংলালিংক-এর কাছ থেকে ১৫ লাখ ৭৫ হাজার টাকা আদায় করা হয়।

বিটিআরসি জানায়, ১২ জুলাই বাংলালিংক, ১৩ জুলাই গ্রামীণফোন লিমিটেড ও ১৪ জুলাই রবি আজিয়াটা লিমিটেডের পক্ষ থেকে বিটিআরসিকে পে-অর্ডার করা হয়েছে।

গত ১০ এপ্রিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৬৫ (৫) ধারা বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে এবং ভাইস-চেয়ারম্যান ও কমিশনারদের উপস্থিতিতে অনুষ্ঠিত শুনানির সিদ্ধান্ত মোতাবেক আরোপিত প্রশাসনিক জরিমানা পরিশোধের জন্য সংশ্লিষ্ট অপারেটরসমূহকে নির্দেশনা দেয়া হয়।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS