ঢাকা | মে ২০, ২০২৪ - ৮:৪৪ পূর্বাহ্ন

অ্যান্ড্রয়েড ফোনে অটোমেটিক অ্যাপ আপডেট যেভাবে বন্ধ করবেন

  • আপডেট: Thursday, July 14, 2022 - 3:06 pm

অনলাইন ডেস্ক: সুরক্ষার জন্য অপারেটিং সিস্টেম ও সব অ্যাপ নিয়মিত আপডেট করা প্রয়োজন। তবে অনেক সময় আপডেট করা সম্ভব হয়ে ওঠে না। সীমিত ডেটার মধ্যেও অনেক সময় অ্যান্ড্রয়েড প্লে স্টোরে অটোমেটিক অ্যাপ আপডেট শুরু হয়ে যায়। এর ফলে ক্রমে ডেটা শেষ হতে থাকে। চাইলে প্লে স্টোর সেটিংস থেকে এই অপশন বন্ধ করা সম্ভব।

প্রধানত দুটি উপায়ে এই কাজ করা সম্ভব। প্রথম উপায়ে একসঙ্গে সব অ্যাপ আপডেট বন্ধ করার উপায় জানানো হবে। দ্বিতীয় উপায়ে নির্দিষ্ট কোনো অ্যাপ আপডেট বন্ধ করার উপায় জানানো হবে।

সব অ্যাপ অটোমেটিক আপডেট বন্ধের উপায়

স্টেপ ১ : গুগল প্লে স্টোর ওপেন করুন।

স্টেপ ২ : ডান দিকে উপরে নিজের প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

স্টেপ ৩ : ড্রপ ডাউন মেন্যু থেকে সেটিংস সিলেক্ট করুন।

স্টেপ ৪ : এখানে ‘নেটওয়ার্ক অ্যান্ড প্রেফারেন্সেস’ অপশন সিলেক্ট করুন।

স্টেপ ৫ : এখানে অটো-আপডেট অ্যাপস অপশন সিলেক্ট করুন, পপ-আপ মেন্যুতে আরও অপশন দেখতে পাবেন।

স্টেপ ৬ : এখানে ‘ডোন্ট অটো-আপডেট অ্যাপস’ অপশন সিলেক্ট করুন। এই অপশন সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ অটো আপডেট হবে না।

নির্দিষ্ট কোনো অ্যাপ অটো আপডেট বন্ধ করার উপায়

স্টেপ ১ : গুগল প্লে স্টোর ওপেন করে যে অ্যাপের অটো আপডেট বন্ধ করতে চান সেই অ্যাপ ওপেন করুন।

স্টেপ ২ : ডান দিকে উপরে থ্রি ডট মেন্যু সিলেক্ট করুন।

স্টেপ ৩ : এবার ‘এনেবল অটো আপডেট’ অপশন আনটিক করে দিন।

সোনালী/জেআর