ঢাকা | মে ১৫, ২০২৫ - ৮:১৫ অপরাহ্ন

রাজশাহীতে করোনার উপসর্গে একজনের মৃত্যু

  • আপডেট: Wednesday, July 13, 2022 - 10:41 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।

বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন কোনো রোগী ভর্তি হয়নি। তবে চিকিৎসাধীন একজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

তিনি আরও জানান, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ ভাগ।

এদিকে রাজশাহী জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, রাজশাহীতে বর্তমানে ৯৫ জন করোনা পজিটিভ রোগী আছের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ জন।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS