ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১০:৫৩ অপরাহ্ন

বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

  • আপডেট: Wednesday, July 13, 2022 - 10:43 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। তার নাম আনন্দ সরেন (১৩)। সে গোদাগাড়ীর লালাদীঘি গ্রামের বিশ্বনাথ সরেনের ছেলে।

বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার বাসলীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে আনন্দ মারা যায়।

মৃত আনন্দ সরেনের স্বজনেরা জানান, আনন্দ হরিণবিস্কা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। বেলা ১১টার দিকে সে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল। তখন একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।

তবে দুর্ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম। তিনি বলেন, খোঁজখবর নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।