গত বছরের চেয়ে দেড় লাখ বেশি কাঁচা চামড়া সংগ্রহ হয়েছে
অনলাইন ডেস্ক: গত বছরের চেয়ে দেড় লাখ বেশি কাঁচা চামড়া ট্যানারি ব্যবসায়ীররা সরাসরি সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ।
বুধবার ধানমণ্ডি ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
এসময় ঈদের তিন দিনে ট্যানারি ব্যবসায়ীররা সরাসরি সাড়ে পাঁচ লাখ কাঁচা চামড়া সংগ্রহ করেছেন বলেও জানান শাহিন আহমেদ।
তিনি বলেন, এ বছর কোরবানির ঈদের সময় ট্যানারি মালিকরা সরাসরি সাড়ে ৫ লাখ কাঁচা চামড়া কিনেছেন। এর মধ্যে ঈদের দিন সংগ্রহ করেছেন সাড়ে ৩ লাখ চামড়া।
তিনি বলেন, এখন লবণযুক্ত চামড়া কেনার মধ্য দিয়ে এ বছর ট্যানারি মালিকরা ৯০ থেকে ৯৫ লাখ গরু, মহিষ, ছাগল, খাসি ও ভেড়ার চামড়া সংগ্রহ করবেন।
গত বছর ট্যানারি মালিকেরা কোরবানি ঈদের পর তিন লাখ কাঁচা চামড়া কিনেছিলেন বলে জানান শাহিন।
সাধারণত কোরবানির চামড়া বড় অংশ লবণ দিয়ে সংরক্ষণ করেন মৌসুমি ব্যবসায়ী ও আড়তদারেরা। পাশাপাশি ট্যানারি মালিকরাও সরাসরি কিছু কাঁচা চামড়া কেনেন।
সংবাদ সম্মেলনে চামড়া শিল্পনগরীর সিইটিপির (কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার) ত্রুটি বিচ্যুতি দূরীকরণ, চামড়া খাতে ঋণের তিন বছরের সুদ মওকুফ, জরুরি ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরেরে ছাড়পত্র নবায়ন, এলডাব্লিজি সনদ পাওয়ার পদক্ষেপসহ চামড়া শিল্প নগরীর ভূমি বরাদ্দ নীতিমালা হালনাগাদ করা দাবিও তুলে ধরেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি।
ট্যানার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও ট্যানারি মালিকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।