ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম

ইউরো-ডলারের মূল্যমান সমান

  • আপডেট: Wednesday, July 13, 2022 - 7:39 pm

 

অনলাইন ডেস্ক: গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো ডলারের মানের সমতায় পৌঁছেছে ইউরোর দাম। চলতি বছরের শুরুর দিকের তুলনায় ১২ শতাংশ মান কমে যাওয়ায় ডলারের সমতায় ফিরেছে ইউরো। সর্বশেষ ২০০২ সালে ডলারের সমমানে পৌঁছেছিল ইউরোর দাম। সিএনএনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি এবং বিশ্বব্যাপী অর্থনীতি নিয়ে শঙ্কা দেখা দেয়ার পর ইউরোর দাম পড়ে যায়।

যুদ্ধের আগে ইউরোপের ৪০ শতাংশ গ্যাস আসত রাশিয়া থেকে। যুদ্ধের জেরে ইউরোপ রাশিয়ার ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। শুধু তা–ই নয়, দীর্ঘ মেয়াদে রাশিয়ার তেল–গ্যাসের ওপর নির্ভরশীলতা হ্রাসের চেষ্টা করছে তারা। এর জবাবে রাশিয়াও ইউরোপের অনেক দেশে গ্যাস সরবরাহ হ্রাস করেছে। ফলে উৎপাদন–সংকটে পড়েছে ইউরোপ।

তবে মূল্যস্ফীতি মোকাবিলায় মার্কিন ফেডারেল রিজার্ভ এ পর্যন্ত নীতি সুদহার ৭৫ ভিত্তি পয়েন্ট বৃদ্ধি করেছে। সে কারণে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ প্রত্যাহার করে আমেরিকায় বন্ডে বিনিয়োগ করছেন। ফলে নিরাপদ আশ্রয় হিসেবে ডলারের চাহিদা বেড়েছে। এদিকে শুধু ইউরো নয়, এ কারণে গোটা এশিয়াতেই স্থানীয় মুদ্রা এখন দুর্বল—চিনের ইউয়ান, জাপানের ইয়েন—সব কটিরই পতন ঘটছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মুদ্রারও পতন হয়েছে।