ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১২:০৬ অপরাহ্ন

পাবনায় পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট: Wednesday, July 13, 2022 - 9:42 pm

 

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলায় পাট ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলম বিশ্বাস (৫০) উপজেলার দেবত্তর ইউনিয়নের কয়রাবাড়ি গ্রাামের মৃত জফের বিশ্বাসের ছেলে।

পুলিশের দাবী, নিহত ব্যাক্তির পাশে বেশ কিছু ট্যাবলেট পড়ে ছিল। এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বুধবার সকালে আলম বিশ্বাস কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দুপুরে স্থানীয়রা কয়রাবাড়ি গ্রামের একটি পাট ক্ষেতের আইলে একজনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে স্বজনদের সহায়তায় মরদেহের পরিচয় সনাক্ত করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।