ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৯:৫৯ পূর্বাহ্ন

টানা দ্বিতীয় জয় ব্রাজিলের, আর্জেন্টিনার প্রথম

  • আপডেট: Wednesday, July 13, 2022 - 12:45 pm

অনলাইন ডেস্ক: মেয়েদের কোপা আমেরিকার শুরুটা ব্রাজিল করেছিল আর্জেন্টিনাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে। সে ধারাবাহিকতা তারা ধরে রেখেছে পরের ম্যাচে। এবার ‍উরুগুয়েকে তারা পরাস্ত করেছে ৩-০ গোলের ব্যবধানে। অন্যদিকে প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে বড় পরাজয়ের পর পেরুকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিও স্টেডিয়ামে বুধবার উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন আদ্রিয়ানা সিলভা। এর আগে আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করেন আদ্রিয়ানা। অন্য গোলটি আসে দেবিনিয়া ওলিভেইরার পা থেকে। এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল ব্রাজিল।

একই ভেন্যুতে পেরুর জালে বল জড়ান আর্জেন্টিনার ইয়ামিলা রদ্রিগেজ, ফ্লোরেন্সিয়া বোনসেগুন্দো, এলিয়ানা এস্তাবাইল ও এরিকা লোনিগ্রো। ম্যাচের ৬৩ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে তারা শট নেয় ২১টি। যার মধ্যে ৯টি শটই ছিল গোলমুখে। বিপরীতে পেরুর নেয়া ৭ শটের ৪টি ছিল গোল অভিমুখে। গ্রুপ পর্বের তলানিতে থেকে এই ম্যাচে মাঠে নামলেও বড় জয়ে এখন গ্রুপের তৃতীয় স্থানের উঠে এসেছে আর্জেন্টিনা।

১৫ জুলাই উরুগুয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে আলবেলিস্তেরা। ১৯ জুলাই ভেনেজুয়েলার বিপক্ষে নামবে ব্রাজিল।

সোনালী/জেআর