ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৯:৫৪ পূর্বাহ্ন

কি ঘটবে শ্রীলঙ্কার সর্বত্র এটাই আলোচনা

  • আপডেট: Wednesday, July 13, 2022 - 1:35 pm

অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগের আগে নতুন প্রেসিডেন্ট শপথ নিতে পারবেন না। অর্থাৎ নতুন প্রেসিডেন্টকে শপথ নিতে হলে গোতাবায়াকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিতে হবে। আর এই নিয়েই দেশটির নাগরিকদের মধ্যে আলোচনা, সামনে কি হবে।

একটি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছে, প্রেসিডেন্টের পদত্যাগপত্র লেখা হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সেই পদত্যাগপত্র প্রকাশ করা বা পার্লামেন্টের স্পিকারের কাছে জমা দেওয়া হবে না।

তবে গোতাবায়া মালদ্বীপ থেকে কোথায় যেতে চান তা পরিষ্কার নয়। ৭৩ বছর বয়সী গোতাবায়া স্থানীয় সময় মঙ্গলবার ৩টার দিকে মালদ্বীপের রাজধানী মালেতে পালিয়ে যান।

প্রেসিডেন্ট হওয়ার কারণে তাকে গ্রেপ্তারে সাংবিধানিক বিধান নেই। কিন্তু প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের পর গ্রেপ্তার হতে পারেন এমন শঙ্কা থেকেই তিনি দেশ ছাড়তে চাচ্ছিলেন। তার শঙ্কা ছিল পদত্যাগের পর নতুন প্রশাসন তাকে গ্রেপ্তার করতে পারে।

এর আগে সোমবারও তিনি আকাশ ও সমুদ্রপথে দেশত্যাগের চেষ্টা করেছেন। কিন্তু তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি।

সোনালী/জেআর