ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৪:২১ অপরাহ্ন

রাজশাহীতে হেরোইন ও ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, July 12, 2022 - 10:39 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ২০০ পিস ইয়াবা বড়ি ও ৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর বোয়ালিয়া থানা পুলিশ সোমবার দিবাগত রাত ১১টার দিকে তালাইমারি শহিদ মিনার এলাকা থেকে তাদের মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন- ফয়সাল আহমেদ তুষার (৩৫) ও মো. জনি (৩৮)। দুজনেরই বাড়ি তালাইমারি এলাকায়। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেপ্তার দুজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। আগে থেকেই তাদের বিরুদ্ধে ১০টি করে মামলা ছিল। হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় আরেকটি মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।