ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৯:১৩ অপরাহ্ন

ইরান সফরে যাবেন পুতিন, থাকবেন এরদোয়ানও

  • আপডেট: Tuesday, July 12, 2022 - 7:51 pm

 

অনলাইন ডেস্ক: আগামী মঙ্গলবার মধ্যপ্রাচ্যের দেশ ইরান সফরে যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । মঙ্গলবার রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।

সাংবাদিকদের দিমিত্রি পেসকোভ বলেছেন, ইরানে একটি ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রেসিডেন্ট পুতিন। সেই বৈঠকে থাকবেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোয়ান।

রুশ মুখপাত্র আরও বলেছেন, ত্রিপক্ষীয় বেঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গেও আলাদা একটি বৈঠক করবেন পুতিন।

এসময় রুশ মুখপাত্র জানান সিরিয়া বিষয়ক আলোচনা করতে ইরান যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

তবে রুশ প্রেসিডেন্ট পুতিন এমন সময় ইরানে যাচ্ছেন যখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধে কাজে লাগাতে ইরানের কাছ থেকে ড্রোন নেয়ার চেষ্টা চালাচ্ছে রাশিয়া।