ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১০:৫৬ পূর্বাহ্ন

আবেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে জাপানিরা

  • আপডেট: Tuesday, July 12, 2022 - 11:55 am

অনলাইন ডেস্ক: জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিতে নিহত শিনজো আবের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন শোকার্ত হাজারো জাপানি। মঙ্গলবার টোকিওর জোজোজি মন্দিরে শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে।

এই শেষকৃত্য অনুষ্ঠানে কেবল আবের পরিবারের সদস্য, বন্ধু ও ঘনিষ্ট জনরা উপস্থিত আছেন। এই শেষকৃত্যের পর আবের মরদেহটি টোকিওর কেন্দ্রস্থলে নেওয়া হবে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই খবর দিয়েছে।

গত শুক্রবার দক্ষিণ জাপানের নারায় এক নির্বাচনী প্রচারণায় ভাষণ দেওয়ার সময় ৬৭ বছর বয়সী আবেকে গুলি করে হত্যা করা হয়।

এদিকে জোজোজি মন্দিরের ভেতরে বৌদ্ধ আচার-অনুষ্ঠান চলছে। আর টোকিওর বাইরে এবং টোকিওজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আজ বিকেলে আবের মরদেহ বহন করা একটি শবযাত্রা দেশটির পার্লামেন্ট ভবনের সামনে দিয়ে যাবে। এই পার্লামেন্ট ভবনে ১৯৯৩ সালে একজন আইনপ্রণেতা হিসেবে প্রথমবার আবে প্রবেশ করেছিলেন। এরপর এখান থেকে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছিলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে তিনিই ছিলেন সবচেয়ে কনিষ্ঠ এবং সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। এ ছাড়া তিনি দেশটির প্রভাবশালী রাজনীতিবিদদের একজন ছিলেন। পুলিশ বলছে, ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক থাকায় আবেকে গুলি করে ওই বন্দুকধারী।

সোনালী/জেআর