ঢাকা | সেপ্টেম্বর ৮, ২০২৪ - ৫:৫২ পূর্বাহ্ন

রাবির সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেন চার শিক্ষক

  • আপডেট: Friday, July 8, 2022 - 11:10 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহকারী প্রক্টর পদে নতুন চার শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামের সই করা এক আদেশে আগামী এক বছরের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্ত চার শিক্ষক হলেন- ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. আল মামুন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফজলুল হক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জহুরুল আনিস এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান।

আদেশে বলা হয়, রাজশাহী বিশ^বিদ্যালয় প্রক্টর অফিসে মাসিক আড়াই হাজার টাকা হারে সম্মানী এবং ভাড়ামুক্ত বাসার সুবিধাসহ প্রচলিত শর্তে আগামী এক বছরের জন্য তাদেরকে সহকারী প্রক্টর নিয়োগ করা হলো। আগমী ১৪ জুলাই থেকে এ নিয়োগ কার্যকর হবে।