ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৯:৫৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের মহাসড়কে ১৬ কিমি দীর্ঘ যানজট, থেমে চলছে গাড়ি

  • আপডেট: Friday, July 8, 2022 - 3:32 pm

অনলাইন ডেস্ক: ঈদে ঘরমুখো মানুষের চাপে রাত থেকে সিরাজগঞ্জের মহাসড়কে উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা বেড়েছে। ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে, এসময় মাঝে মাঝে থেমে থেমে চলছে গাড়ী।

শুক্রবার সকাল থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় গোলচত্বর, সয়দাবাদ, কড্ডার মোড়, ঝাঐল ওভার ব্রিজসহ হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এমন চিত্রই দেখা গিয়েছে।

কড্ডার মোড় এলাকায় শফিপুর থেকে আসা একজন যাত্রী জানান, শফিপুর থেকে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় আসতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে। তবে সেতু পার হওয়ার কিছু কিছু জায়গায় থেমে থেমে চলছে গাড়ি। ফলে বিগত কয়েক বছরের তুলনায় কিছুটা স্বাভাবিকভাবে যাওয়া যাচ্ছে।

আরেক যাত্রী বলেন, চন্দ্রা থেকে এলাম। আসতে রাস্তার বিভিন্ন জায়গায় যানজটের ভোগান্তি থাকলেও সেতু পশ্চিম পাড় থেকে যানজটে পরতে হয়নি। তবে ধীরগতি রয়েছে।

তবে এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, রাত থেকে যানবাহনের চাপ বেড়েছে। ফলে মহাসড়কের কিছু কিছু জায়গায় দীর্ঘসারি দেখা গেলেও নেই কোনো যানজট। ভোগান্তিহীন ঈদযাত্রার দিকে খেয়াল রেখে কাজ করছি।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খাঁন সালেক বলেন, মহাসড়কে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বেড়েছে। তবে ঢাকামুখী যানবাহনের চাপ নেই। যানবাহনের ধীরগতি থাকলেও নেই যানজট।

ঈদুল আজহাকে সামনে রেখে প্রিয়জনদের কাছে ফিরছেন মানুষ। এতে সিরাজগঞ্জের মহাসড়কে সকাল থেকেই গাড়ির চাপ অনেক বেড়ে গেছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ নলকা সেতুর পাশেই নবনির্মিত নলকা সেতুর দুইটি লেনই খুলে দেয়ায় উত্তরের ২২ জেলার এবারের ঈদ যাত্রা যথেষ্ট স্বস্তির হবে বলে মনে করছিলেন সংশ্লিষ্টরা।

সোনালী/জেআর