ঢাকা | অক্টোবর ৬, ২০২৪ - ৫:০০ অপরাহ্ন

মোহনপুরে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

  • আপডেট: Friday, July 8, 2022 - 10:52 pm

মোহনপুর প্রতিনিধি: মোহনপুরে ট্রাক চাপায় আব্দুর রহমান (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার মোহনপুর উপজেলার ধুরইল আইডিয়াল কেজি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান উপজেলার ধুরইল মাষ্টার পাড়া গ্রামের রিপন রহমানের ছেলে। সে ধুরইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।

স্থানীয়রা জানান, নিহত আব্দুর রহমান দুপুর আড়াইটার সময় মোটরসাইকেল চালিয়ে ধুরইল বাজারে যাওয়ার পথে ধুরইল আইডিয়াল কেজি স্কুলের কাছে পৌঁছলে সামনে থেকে একটি পানবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, থানায় ইউডি মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।