ঢাকা | মে ১৮, ২০২৫ - ১০:২৫ অপরাহ্ন

বাসের টিকিট না পেয়ে ট্রাকই শেষ ভরসা

  • আপডেট: Friday, July 8, 2022 - 7:52 pm

 

অনলাইন ডেস্ক: টিকেট না পাওয়ায় ঝুঁকিপূর্ণ ট্রাকই শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছে ঈদ যত্রায় ঘরমুখো মানুষের। ঈদে ঘরমুখো অনেকে তাদের মত ঝুঁকি নিয়ে ট্রাকে উঠছেন। কেউ আবার ট্রাকচালক আর হেলপারের সঙ্গে দরদষাকষি করছেন।

স্ত্রী সন্তানসহ সকাল ১০টায় গাবতলী বাস টার্মিনালে এসেছিলেন পোশাক কারখানার কর্মী আবু বকর, ঘণ্টা দুই অপেক্ষার পর টিকেট না পেয়ে শেষমেষ উঠে পড়েছেন ট্রাকে।

আবু বকর বলেন, সকাল থেকে এসে গাবতলী বসে আছি, বাসের টিকেট নাই। আর কত অপেক্ষা করব। ট্রাকেই বাড়ি যাইতে হবে।

শুক্রবার সকালে গাবতলী বাস টার্মিনালে ভিড় জমান বকরের মতো হাজারো মানুষ। তাদের অনেকের গন্তব্য উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমবঙ্গে।

বাস টার্মিনালে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও কোনো টিকেট না পেয়ে ঝুঁকি নিয়ে তারা ট্রাকেই উঠে পড়ছেন। আর ট্রাকচালকরাও যাত্রীদের কাছ থেকে ভাড়া চাইছেন বেশি।

ঢাকার বংশালে চাকরি করেন মোবারক হোসেন। খুলানা যাবেন তিনি। তবে বাসের টিকেট না পেয়ে তিনিও ট্রাকে উঠে পড়েছেন।

তিনি বলেন, কী করব ভাই, বাসের টিকেট নাই। এখন ট্রাকেই যাইতে হবে। গাবতলী এলাকায় ট্রাকচালক ও সহকারীরা হাঁকডাক দিয়ে যাত্রীদের ডাকছেন।

ট্রাকচালকদের অনেকে দেশের বিভিন্ন এলাকা থেকে কোরবানির গরু নিয়ে ঢাকায় এসেছিলেন। আর ফেরার পথে টিকেট না পাওয়া যাত্রীদের ট্রাকে তুলছেন।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS