ঢাকা | অক্টোবর ৬, ২০২৪ - ৪:০৫ অপরাহ্ন

বাঘায় নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

  • আপডেট: Friday, July 8, 2022 - 10:59 pm

বাঘা প্রতিনিধি: বাঘায় নিখোঁজের দুইদিন পর পদ্মা নদী থেকে রাজিব নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার কলিগ্রাম এলাকার পদ্মা নদী থেকে এই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার বাঘা পৌর এলাকার চকছাতারী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে রাজিব হোসেন (১৫) বুধবার বিকালে বাড়ি থেকে বের হয়। তাকে বিভিন্নস্থানে খোঁজ করে পাওয়া পায়নি। ওইদিন তার বোন চায়না খাতুন বাঘা থানায় একটি সাধারণ ডাইরী করেন। এর দুইদিন পর শুক্রবার কলিগ্রামের পদ্মা নদী থেকে রাজিবের লাশ উদ্ধার করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজিব হোসেনের পিতা আবদুর রাজ্জাক একজন শ্রমিক এবং মা’ আফরোজা বেগম ঢাকার একটি গার্মেন্টেসে চাকুরি করেন। রাজিব তার নানির বাড়ী থেকে বাঘা ইসালামী একাডেমী উচ্চ বিদ্যালয়ে পড়া-লেখা করে। সে অষ্টম শ্রেণির ছাত্র। তার ইচ্ছে পুরনের জন্য অনেক কষ্ট করে ৪০ হাজার টাকা দিয়ে একটি টাচ ফোন কিনে দিয়েছিল তার মা।

রাজিবের বোন চায়না বেগম বলেন, আমার ছোট ভাই কিছু দিন আগে এনড্রোয়েড রেডমি নামে ৪০ হাজার টাকা দিয়ে একটি মোবাইল কিনেন। আমার ধারনা এই ফোনের জন্য কে-বা কারা আমার ভাইকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে।

এ বিষয়ে রাজিবের নানি সুরাজান বেগম বলেন, বাড়িতে কেউ থাকেনা। আমি মেয়ের বাড়ি থাকি আর নাতি রাজিবকে দেখাশুনা করি। নাতি লেখা পড়াতে ভাল। কিন্তু ফোন কেনার পর সে মাঝে মধ্যে তার বন্ধুদের সাথে বিকেল হলেই এখানে সেখানে ঘুরতে যায়। অন্যদিনের মতো বুধবার দুপুরের খাবার খাওয়ার পর বিকালে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, তার গলা এবং মুখের মধ্যে দঁড়ি ছিল । আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি তাকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়েছে। আমরা লাশ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্তের রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে বাঘা থানায় একটি মামলা হয়েছে।