ঢাকা | মে ৩, ২০২৫ - ১০:৩৯ অপরাহ্ন

গবেষণা প্রকল্পের পরিচালকদের সাথে রুয়েটের চুক্তি

  • আপডেট: Sunday, July 3, 2022 - 10:36 pm

 

স্টাফ রিপোর্টার: গবেষণা প্রকল্পের পরিচালকের সাথে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গবেষণা ও সম্প্রারণ দপ্তরের চুক্তি স্বাক্ষর হয়েছে। গবেষণা ও সম্প্রারণ দপ্তরের অধীনে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৫৮ জন গবেষণা প্রকল্পের পরিচালকের সাথে রোববার এই চুক্তি হয়।

দুপুর সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। গবেষণা ও সম্প্রারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গবেষণা ও সম্প্রারণ সেকশন অফিসার প্রকৌশলী মো. রাইসুল ইসলাম।

Hi-performance fast WordPress hosting by FireVPS