ঢাকা | জানুয়ারী ৫, ২০২৫ - ৫:২৮ পূর্বাহ্ন

সড়ক, প্রাইমারী ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজ পরিদর্শনে মেয়র

  • আপডেট: Sunday, July 3, 2022 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় থেকে শ্যামপুর বাঁধ পর্যন্ত ফুটপাতসহ কার্পেটিং সড়ক প্রাইমারী ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজ চলছে। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ কাজ বাস্তবায়ন করছে।

রোববার দুপুরে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি কাজের মান দেখেন এবং অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজখভর নেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করারও নির্দেশনা দেন তিনি।

এর আগে গত ১৫ মার্চ এই কাজের উদ্বোধন করেন মেয়র। এ কাজে ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার ৫২২ টাকা। প্রকল্পের আওতায় ১২ দশমিক ৬ মিটার প্রশস্ত দেড় কিলোমিটার সড়ক, ১ দশমিক ৫ মিটার প্রশস্ত ফুটপাত, ৪ দশমিক ৫ মিটার প্রশস্ত প্রাইমারী ড্রেন, দশমিক ৮০০ মিটার টারশিয়ারী ড্রেন, সাইডপোস্ট প্রাইমারী ড্রেন ও ৫টি কালভার্ট নির্মাণ করা হবে।