ঢাকা | নভেম্বর ২০, ২০২৪ - ৭:২০ পূর্বাহ্ন

রাবি ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড শুরু

  • আপডেট: Sunday, July 3, 2022 - 10:34 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার এডমিটকার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে এ প্রক্রিয়া আগামী ৭ জুলাই পর্যন্ত চলমান থাকবে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

সেন্টার সূত্রে জানা গেছে, ৩ জুলাই দুপুর ১২ টা থেকে এডমিটকার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়। দুই ঘন্টার ব্যবধানে প্রায় ৩০ হাজার ভর্তিচ্ছু এডমিটকার্ড ডাউনলোড সম্পন্ন করেছেন। পরিচালক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এডমিনকার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। এটা চলবে ৭ জুলাই পর্যন্ত। নির্দিষ্ট সময়ে মধ্যে সকলকে কার্ড ডাউনলোড সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা আগামী ২৫-২৭ জুলাই অনুষ্ঠিত হবে। প্রতিদিন চার শিফটে ১৮ হাজার করে মোট ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষা দিতে পারবে। এবছর মোট আবেদন পড়েছে ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি। ফলে ৪ হাজার ২০ আসনের বিপরীতে লড়বে ৪৪ জন ভর্তিচ্ছু।