ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৮:৫৬ অপরাহ্ন

বাগমারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী খাদেমের মৃত্যু

  • আপডেট: Sunday, July 3, 2022 - 10:50 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাউল আখড়ায় খানকা শরীফের এক নারী খাদেম নিহত হয়েছেন। তার নাম নুরজাহান বেওয়া (৫২)। বাড়ী শুভডাঙ্গা ইউনিয়নের বুজরুককৌড় গ্রামে। তিনি ২৫ বছর যাবৎ ওই খানকা শরীফের আশ্রমে খাদেম হিসাবে বসবাস করছিলেন।

জানা গেছে, রাজশাহী, নওগাঁ, নাটোর ও বগুড়া থেকে আসা শতশত বাউলদের নিয়ে ওই খানকা শরীফে সপ্তাহ ব্যাপী বাউল সমাবেশের আয়োজন করা হয়। এ কারণে সেখানে লুজ তার দিয়ে ব্যাপকভাবে আলোকসজ্জা করা হয়েছিল।

সমাবেশ চলাকালে শনিবার সন্ধ্যার দিকে বিদ্যুতের লুজ তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাদেম নুরজাহান বেওয়া ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনার পর বাউল সমাবেশ পন্ড হয়ে যায়।