ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৪ - ১০:২৮ পূর্বাহ্ন

রাজশাহীতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, July 3, 2022 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে ‘ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের প্রদত্ত সেবা’ নিয়ে সংশ্লিষ্ট উপকারভোগীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে রোববার দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডার নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুহাম্মদ শরিফুল হক, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিডার রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান। কর্মশালায় বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সার্বিক কার্যক্রম বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।