ঢাকা | অক্টোবর ৭, ২০২৪ - ৭:১৯ পূর্বাহ্ন

দুই সতীনের ঝগড়া, দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা

  • আপডেট: Sunday, July 3, 2022 - 10:53 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় দুই সতীনের মধ্যে ঝগড়ার জের ধরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী।

নিহত স্ত্রীর নাম ফেলোজান বেগম (৩৫)। রোববার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, নরদাশ ইউনিয়নের নরদাশ দক্ষিনপাড়া গ্রামের আমজাদ হোসেনের দুই স্ত্রী রোববার সকালে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া লাগে। এ সময় আমজাদ হোসেন ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় স্ত্রী ফেলোজান বেগমকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে প্রথম স্ত্রীও আত্নগোপন করেছেন।