ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১২:১০ অপরাহ্ন

শিক্ষক লাঞ্ছনা ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট: Saturday, July 2, 2022 - 10:39 pm

 

স্টাফ রিপোর্টার: নড়াইলে কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছনা এবং সাভারে প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ফেডারেশনের রাজশাহী জেলা ও মহানগর কমিটি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলার সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। কর্মসূচিতে বিভিন্ন কলেজের শিক্ষকেরা অংশ নেন।

বক্তারা বলেন, একজন অধ্যক্ষকে পুলিশের সামনেই জুতার মালা পরানো হয়েছে। আবার একজন ছাত্র শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে। অত্যন্ত ন্যাক্কারজনক এ ধরনের ঘটনা আগে ঘটেনি। এখন কেন ঘটছে তা খতিয়ে দেখতে হবে। মানুষ গড়ার কারিগরদের এমন অবস্থা হলে একটা জাতি কখনও এগিয়ে যেতে পারবে না। তাই জড়িতদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে শিক্ষকেরা লাঞ্ছিত হতেই থাকবেন।

কর্মসূচিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলার সাধারণ সম্পাদক রাজকুমার সরকার, অধ্যক্ষ শামসুর রহমান, অধ্যক্ষ নিতাই সরকারসহস বিভিন্ন কলেজের শিক্ষকেরা বক্তব্য দেন।