ঢাকা | অক্টোবর ৬, ২০২৪ - ৫:১৯ অপরাহ্ন

খ্যাতিমান ফুটবলার খোরশেদ আর নেই

  • আপডেট: Saturday, July 2, 2022 - 10:46 pm

 

স্পোর্টস ডেস্ক: খ্যাতিমান ফুটবলার জাহাঙ্গীর হোসেন খোরশেদ আর নেই। শনিবার বেলা প্রায় ৩টার দিকে রাজশাহী নগরীর শিরোইল দোসর মোড়স্থ নিজস্ব বাসভবনে কিডনি সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ফুটবলার জাহাঙ্গীর হোসেন খোরশেদ মোহামেডান, রাজশাহী জেলা দলের ও ঢাকার ইষ্টার্ন ক্লাবে ১৯৭৪ সালে ফুটবল খেলায় অংশ নিয়ে খ্যাতি অর্জন করেন।

এছাড়াও তিনি শিরইল স্পোর্টিং ক্লাবের প্রাক্তন সভাপতি ছিলেন ও ক্লাবের পক্ষে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থায় দুই মেয়াদে প্রতিনিধিত্ব করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুতে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সহ-সভাপপতি মাহফুজুল আলম লোটন, ডাবলু সরকার, রমজান আলী, মোস্তাক হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শামসুজ্জামান রতন, যুগ্ম-সম্পাদক (প্রশাসন) নাজমীর আহমেদ আমান, যুগ্ম-সম্পাদক (ক্রীড়া) রাসেল জামান ও কোষাধ্যক্ষ জিয়া আজাদ হাসান হিমেল শোক ও সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।