ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১০:৫৪ পূর্বাহ্ন

ইউক্রেনে ফের রুশ মিসাইল হামলায় নিহত ১৯

  • আপডেট: Saturday, July 2, 2022 - 4:39 pm

অনলাইন ডেস্ক: ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামানোর জন্য বিশ্বের নানা মহল থেকে নানা চেষ্টা করা হয়েছে। কিন্তু রাশিয়া ইউক্রেন-হামলা নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড়। শুক্রবার ইউক্রেন পোর্ট সিটি ওডেসায় রাশিয়া মিসাইল হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন ১৯ জন।

এই আক্রমণের ঘটনাটি হয়েছে কৃষ্ণসমুদ্র থেকে রাশিয়ার কৌশলী পশ্চাদপসরণের ঠিক একদিন পরেই।

এ সংক্রান্ত একটি ভিডিও দেখা গেছে। যে ভিডিওতে ওডেসার ৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ওই অঞ্চলের বাড়িগুলির উপর এই মিসাইল হানার জ্বলন্ত ছবি ধরা পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট অফিস থেকে জানানো হয়েছে, রাশিয়ার ছোড়া তিনটি এক্স-২২ মিসাইল ধ্বংস করে দিয়েছে ওই অঞ্চলের বাড়ি ও ক্যাম্প।

এক উগ্রবাদী দেশ আমাদের লোকদের মারছে। যুদ্ধক্ষেত্রে হেরে গিয়ে ওরা আমাদের নিরীহ সাধারণ দেশবাসীদের উপর হামলা চালাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট অফিসের চিফ অ্যান্ড্রি ইয়েরমাক এই মন্তব্য করেছেন। সূত্র: জি নিউজ

সোনালী/জেআর