ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ২:৩২ অপরাহ্ন

নানা আয়োজনে আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট: Friday, July 1, 2022 - 11:00 pm

 

স্টাফ রিপোর্টার: নানা আয়োজনে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় নগরীর ভেড়িপাড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক উপস্থিত ছিলেন। র‌্যালিটি পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। র‌্যালিতে আরএমপির বিভিন্ন থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পুলিশ লাইন্সে বিশেষ রক্তদান কর্মসূচি পালিত হয়। পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ পুলিশ লাইন্সে অনাবাদী জমিতে সবজি চাষের উদ্বোধন করেন। এ ছাড়া বৃক্ষরোপণ এবং মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ আবু হাসান মোহম্মদ তারিক, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন, জেলার পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনসহ রেঞ্জ, জেলা ও মহানগর পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।