ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৪ - ১১:৫২ অপরাহ্ন

ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে আম গাছের চারা বিতরণ

  • আপডেট: Friday, July 1, 2022 - 10:31 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে আমগাছের চারা বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারী অর্গানাইজেশন (সিসিবিভিও) শুক্রবার সকালে এ আয়োজন করে। এ দিন জেলার গোদাগাড়ী উপজেলার ৩৫টি রক্ষাগোলা সংগঠনের ৫৫০ পরিবারের মাঝে একটি করে চারা বিতরণ করা হয়।

চারা বিতরণের সময় অন্যদের মধ্যে রক্ষাগোলা সমন্বয় কমিটির সাবেক সভাপতি প্রসেন এক্কা, সিসিবিভিও’র সিনিয়র হিসাবরক্ষক এএইচএম তারিক, নিরাবুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার, গড়ডাইং রক্ষাগোলা সংগঠনের মোড়ল সুধীর সরেন, কুড়াপাড়া রক্ষাগোলা সংগঠনের মোড়ল লালু মূর্মূ প্রমুখ উপস্থিত ছিলেন।