ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ৮:০১ অপরাহ্ন

শিক্ষক হত্যা, ৫ দিনের রিমান্ডে জিতু

  • আপডেট: Thursday, June 30, 2022 - 8:41 pm

অনলাইন ডেস্ক: আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি আশরাফুল আহসান জিতুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব হাসান তার রিমান্ড মঞ্জুর করেন।

আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চেয়ে জিতুকে আদালতে উপস্থিত করা হয় পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গাজীপুরের শ্রীপুর থেকে আশরাফুল আহসান জিতুকে গ্রেপ্তার করে র‍্যাব।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান।

উল্লেখ্য, উৎপল কুমার আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আর জিতু প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্র। গেল শনিবার ক্রিকেট স্টাম্প দিয়ে শিক্ষক উৎপল কুমারকে বেধড়ক পেটানো হয়। সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন রোববার আশুলিয়া থানায় জিতুকে প্রধান ও আরও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন উৎপলের ভাই অসীম কুমার সরকার।

এদিকে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি ভাড়া বাসা থেকে জিতুর বাবা উজ্জ্বলকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। বুধবার তাকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।