ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১১:৫৩ পূর্বাহ্ন

দুই বাইকের সংঘর্ষের পর ট্রাকের নিচে চালক

  • আপডেট: Thursday, June 30, 2022 - 10:51 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার কাদিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত পুলিশ দুজন ভর্তির কথা নিশ্চিত করলেও পরিচয় জানাতে পারেনি।

ওসি কামরুল ইসলাম জানান, দুপুরে মহাসড়কে প্রথমে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইক দুটি দুইদিকে ছিটকে পড়ে। এরমধ্যে একটি বাইক গিয়ে ঢুকে পড়ে পাথর বোঝাই একটি ট্রাকের নিচে। তখন এই ট্রাকটি বাইক চালককে পিষে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাক ফেলে পালিয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। স্থানীয়রা আহত দুজনকে রামেক হাসপাতালে পাঠিয়েছেন। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।