ঢাকা | অক্টোবর ৮, ২০২৪ - ১২:০৮ পূর্বাহ্ন

ঈদুল আজহা ১০ জুলাই

  • আপডেট: Thursday, June 30, 2022 - 8:48 pm

 

অনলাইন ডেস্ক: দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে ১০ জুলাই দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

ইসলামিক ফাউন্ডেশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

রাঙামাটি ও শেরপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। তাই শুক্রবার থেকে শুরু হচ্ছে জিলহজ মাস গণনা। তারই পরিপ্রেক্ষিতে আগামী ১০ জুলাই রোববার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হয় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আউয়াল হাওলাদার।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. কাউসার আহমদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূইয়া, ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের উপ প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. রায়হান কাওছার, সহকারী কমিশনার মো. আ. হালিম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন।