ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৮:২৪ পূর্বাহ্ন

শুদ্ধাচার পুরস্কার পেলেন রাজশাহী জেলা কালচারাল অফিসার

  • আপডেট: Wednesday, June 29, 2022 - 10:13 pm

স্টাফ রিপোর্টার: সারাদেশের ৬৪ জেলার শিল্পকলা একাডেমিগুলোর মধ্য থেকে রাজশাহী শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার এবার জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত অফিস আদেশে ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার অর্ন্তভূক্ত বিষয় হিসেবে এ পুরস্কার ঘোষণা করা হয়।

প্রতি বছর জেলায় কর্মরত প্রথম শ্রেণীর (১ম-৯ম গ্রেডের মধ্যে) একজন কর্মকর্তাকে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে বেতন স্কেলের সমপরিমাণ অর্থ, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়ে থাকে।

উল্লেখ্য, জেলা শিল্পকলা একাডেমি রাজশাহী এর পূর্বে ২০১৮-১৯ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চূক্তি সফলভাবে সম্পাদন করায় দেশ সেরা কালচারাল অফিসারের স্বীকৃতি অর্জন করেছিলেন।

২০২১ সালে রাজশাহী শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত ও জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার সম্পাদিত লিটল ম্যাগাজিন ‘মহাকালগড়’ জেলা শিল্পকলা একাডেমির প্রকাশনা বিভাগে প্রথম পুরস্কার পায়।