ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৯:৩১ পূর্বাহ্ন

রাবিতে ‘উন্নয়ন ও সংস্কৃতি’ বিষয়ক সেমিনার

  • আপডেট: Wednesday, June 29, 2022 - 10:02 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘উন্নয়ন ও সংস্কৃতি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র(টিএসসিসি) এ সেমিনার অনুষ্ঠিত হয়।

টিএসসিসি’র পরিচালক আরিফ হায়দারের সভাপতিত্বে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাবি ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মো. মাহবুবর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক আবু ছালেহ মোহাম্মদ আব্দুল্লাহ।