অজ্ঞাত নারীর দাফন করল কোয়ান্টাম

স্টাফ রিপোর্টার: রাজশাহী রেল স্টেশন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রেলস্টেশন চত্বর থেকে উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ওই নারীর মরদেহ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বাদ আসর নগরীর হেঁতেমখা গোরস্থানে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে দাফন সম্পন্ন করা হয়।